Friday, October 23, 2020

কোরানের আয়াত পাঠ করে যেভাবে রোগী সুস্থ করা হয় (ভিডিও সহ)

 

সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম,আজ আপনাদের জন্য নিয়ে এলাম আল্লাহ তায়ালার একটি নিদর্শন। দেখুন শুধু মাত্র কোরানের আয়াত পাঠ করে যেকোন রোগী  সুস্থ করা যায় । অবাক হওয়ার কিছু নেই, এটি বাস্তব ঘটনা। আল্লাহ তায়ালার নিদর্শন মাত্র।শুধুমাত্র কোরানের আয়াত পাঠ করে যেভাবে রোগী সুস্থ করা হয় তার একটি ভিডিও দিলাম। আশা করছি ভালো লাগবে।

মালা আলী, ইরাকের কুর্দিস্তানের বাসিন্দা। তার নিজেরএকটি হসপিটাল রয়েছে যেখানে শুধুমাত্র কুরআনের আয়াত পাঠ করে অনেক কঠিন রোগেরও মুক্তি দিয়ে থাকেন। এজন্য সরকারের পক্ষ থেকেও সকল ধরনের সাহায্য সহযোগীতা পেয়ে আসছেন বহু দিন ধরে। শুধু মাত্র আল্লাহর ক্ষমতা বলে ই তিনি মানুষের চিকিৎসা করে থাকেন বিনিময়ে দোয়া ছাড়া আর কিছুই নেন না। সম্পূর্ণ বিনামূল্যে যে কেউ আসতে পারে এই হসপিটালে।

তার চিকিৎসার ধরন হলো, কুরআনের আয়াত লেখা, মোনাজাত করা ও রোগিকে উচ্চারন করতে বলা।আল্লাহ তায়ালার ঈষারায় মুক্তি মেলে অনেক কঠিন রোগেরও।

ভিডিও দেখুন: (একবার ক্লিক করে ভিডিও চালু না হলে ২য় বার ক্লিক করুন)

 
Mala Ali Kurdi Facebook Address: www.facebook.com/MalaAliKurdistani

 Please see Mala Ali's YouTube channels: Mala Ali kurdi
(এই ইউটিউব চ্যানেলে অনেক রোগীর চিকিৎসার ভিডিও আছে)

Phone No:   +964 750 444 8951

Thursday, October 22, 2020

‘রুকইয়াহ’ নববী চিকিৎসার একটি পদ্ধতি

 

‘রুকইয়াহ’ নববী চিকিৎসার একটি পদ্ধতির নাম; অর্থাৎ কুরআনের আয়াত, হাদীসে বর্ণিত দোআ এবং সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন রোগ-ব্যাধি ও সমস্যা-সমাধান বা চিকিৎসার যে নববী পদ্ধতি রয়েছে, তা-ই রুকইয়াহ। এই চিকিৎসা পদ্ধতিতে বদ নজর, যাদুটোনা, জিন-পরীর আছর, ওয়াসওয়াসাসহ অন্যান্য শারীরিক ও মানসিক রোগের সমাধান রয়েছে।

বদনজর, জাদুটোনা, তাবিজতুমার, জীনের আছর জাতীয় ভিন্ন মাত্রিক সমস্যার সমাধান সাধারণত জাগতিক চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব হয় না। ভুক্তভোগী ডাক্তারের শরণাপন্ন হলেও তার রোগ ধরা পড়ে না। ডাক্তারি পরীক্ষায় সম্পূর্ণ সুস্থ দেখালেও বাস্তবে ভুক্তভোগী থাকে অসুস্থ। ফলে তাকে নানানভাবে হয়রানির শিকার হতে হয়। আর তুকতাক-করা ভণ্ড কবিরাজদের কাছে গেলে তো দুনিয়া-আখিরাত উভয়টাই হারাতে হয়। অথচ সমস্যার শুরু থেকে নিয়মিত রুকইয়াহ শারইয়াহ করলে আল্লাহর ইচ্ছায় অল্প ক’দিনেই আরোগ্য লাভ করা যায়।

‘রুকইয়াহ’ বইটি এ বিষয়ে গ্রন্থিত সর্বপ্রথম ও পাঠক সমাদৃত বই। এর গুরুত্বপূর্ণ বিশেষত্ব—খুব সহজে সমস্যাগ্রস্ত  ব্যক্তি নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবেন। কালো জাদু, তাবিজ কবজ ও অতিপ্রাকৃত সমস্যার সমাধানে ডাক্তার বৈদ্য কবিরাজদের কাছে দৌড়ে অযথা হয়রানির শিকার হতে হবে না।

রুকইয়াহ সম্বন্ধে জানুন। আপনার বন্ধু বান্ধব, পড়শি প্রতিবেশী এবং আশপাশের সকলকে এ ব্যাপারে জানতে উৎসাহিত করুন। সবাইকে পরিচিত করুন প্রিয় নবীজির আশ্চর্য ফলদায়ক এ চিকিৎসাপদ্ধতি সম্পর্কে…

বইটি কিনুন এখান থেকে‘রুকইয়াহ’   অথবা  ‘রুকইয়াহ’   

আরো দেখুন  ‘রুকইয়াহ’

Please browse these blog and website:

https://ruqyahbd.org/ 

http://ruqyahonlinebd.blogspot.com/


Wednesday, October 21, 2020

অনেক ইসলামী অলৌকিক নিদর্শন নিয়ে ব্লগ - দেখুন ও শেয়ার করুন প্লীজ

ইসলামী অনেক অলৌকিক নিদর্শন নিয়ে ব্লগঃ isignbd.blogspot.com  নিজের ঈমান বৃদ্ধির জন্য দেখুন ও সওয়াবের নিয়তে বেশী বেশী শেয়ার করুন প্লীজ

Tuesday, October 20, 2020

ইসলামী আধ্যাত্বিকতার চুড়ান্ত মনজিল কি? - জানুন ও শেয়ার করুন প্লীজ


ইসলামী আধ্যাত্মিকতার চুড়ান্ত লক্ষ্য দ্বীনি এলম, মজবুত ঈমান ও উচ্চতর নেক আমলের মাধ্যমে একমাত্র আল্লাহ’র সন্তুষ্টি ও আখেরাতে সফলতা। এটাই সকল মুমিনের জীবনের লক্ষ্য। এটাই চুড়ান্ত সফলতা। সাহাবায়ে কেরাম দ্বীনি এলম, মজবুত ঈমান ও উচ্চতর নেক আমলের সহকারে ব্যক্তি জীবন থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে দ্বীন ইসলাস কায়েমের সর্বাত্বক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ’র সন্তুষ্টি ও আখেরাতে সফলতা অর্জন করেছেন। এটা ছাড়া ইসলামী আধ্যাত্মিকতার অন্য কোন লক্ষ্য থাকতেই পারে না। কোরআন ও হাদীসে অন্য কোন লক্ষ্য বর্ণিত নাই। সেখানে অলৌকিক ক্ষমতা অর্জন করার জন্য ধ্যান-তপস্যা করার নির্দেশ নাই।  অনেক তথাকথিত তাসাউফপন্থী অন্তরের অলোকিক দর্শন ক্ষমতা ইতাদির জন্য সাধনা করাকে ও তা লাভ করাকে ইসলামী আধ্যাত্মিকতার লক্ষ্য মনে করে। যেমন - একদল ভন্ড সুফীরা গায়- “দয়াল বাবা! কেবলা কাবা ! আয়নার কারিগর, / আয়না বসায়ে দে বাবা ক্বলবের ভিতর”। এসমস্ত আধ্যাত্মিকতা সঠিক ইসলামী আধ্যাত্মিকতা নয়। অতএব এসব পরিতাজ্য। সবচেয়ে বড় অলৌকিক সত্ত্বা আল্লাহ’র সন্তুষ্টি ও  অলৌকিক জগত চিরস্থায়ী আখেরাতে সফলতা অর্জনই সবচেয়ে বড় অলৌকিকতা।  কাজেই আমরা ইসলামী আধ্যাত্মিকতাকে আকড়ে ধরি এবং সঠিক ও পূর্ণাঙ্গ দ্বীনি এলম, মজবুত ঈমান ও উচ্চতর নেক আমলের মাধ্যমে একমাত্র আল্লাহ’র সন্তিিষ্ট ও আখেরাতে সফলতার জন্য সর্বাত্বক প্রচেষ্টা করি।আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমীন। 

মহান আল্লাহ ও আখেরাত সম্পর্কে জানার জন্য এই দুইটি ব্লগ ব্রাউজ করি প্লীজ: 1) http://allahall.blogspot.com   2) akheratall.blogspot.com

ঈমান বৃদ্ধি ও আমলে সালেহ’র জন্য এসমস্ত ব্লগ দেখতে পারেন: 1) isignbd.blogspot.com 2) alqbd.blogspot.com  3) namazall.blogspot.com, 4) hajjall.blogspot.com, 5) khedmot.blogspot.com 6) antiaall.blogspot.com এখানে অল্প কিছু বিষয় জানানো হয়েছে, তবে সেসব গুরুত্বপূর্ণ।


Tuesday, October 6, 2020

নফস, রূহ এবং ক্বলব - ইসলামী আধ্যাত্বিকতার এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইসলামী স্কলারদের আলোচনা

নফস, রূহ এবং ক্বলব - ইসলামী আধ্যাত্বিকতার এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইসলামী স্কলারদের কোরআন-হাদীসসম্মত আলোচনাসমূহ শুনুন আর এই পোষ্টটি আল্লাহ’র কাছ থেকে পুরষ্কার প্রাপ্তির নিয়তে শেয়ার করুন, প্লীজ:


২) Montake Kaaj Din (মনটাকে কাজ দিন) by অধ্যাপক গোলাম আজম






Sunday, October 4, 2020

ইলহাম, ইলক্বা, কাশফ, কারামত, মোরাকাবা ইত্যাদির প্রকৃত রহস্য কি? কোরআন-হাদীসের আলোকে

ইলহাম, ইলক্বা, কাশফ, কারামত, মোরাকাবা, স্বপ্ন ইত্যাদি ইসলামী আধ্যাত্মিকতা তথা তাসাউফের বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি রয়েছে। কেউ বাড়াবাড়ি করতে যেয়ে চরম শিরক-বিদয়াতে লিপ্ত হচ্ছে ও পথভ্রষ্ট হচ্ছে। আবার কেউ ছাড়াছাড়ি করতে যেয়ে কুফরীতে লিপ্ত হচ্ছে। উভয় প্রান্তিকতা থেকে মুক্ত হয়ে কোরআন-হাদীসে বর্ণিত সঠিক পথে আমাদের চলতে হবে । নীচের লিংকগুলো ব্রাউজ করুন প্লীজঃ 
















বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলনের নেতা, আলেমে দ্বীন ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা মতিউর রহমান নিজামীর এই বইটির অষ্টম অধ্যায়ে মোজেজা ও কারামত সম্পর্কে বিশেষ আলোচনা করা হয়েছে: আল্লাহর নৈকট্য লাভের উপায় লেখক: মাওলানা মতিউর রহমান নিজামী (এই লিংকে ক্লিক করে ডাউনলোড করুন)


ইসলামী আধ্যাত্মিকতায় তাযকিয়ায়ে নফস (আত্মশুদ্ধি) : পথ ও পাথেয়

তাযকিয়ায়ে নফস অর্থাৎ আত্মশুদ্ধি ইসলামী আধ্যাত্মিকতার মূল বিষয়। এ শব্দটি কোরআন ও হাদীসে বর্ণিত। এর পদ্ধতিও কোরআন ও হাদীসে নির্দেশিত। অনেকে মনে করে -পীর মুরিদী ছাড়া একাজ সম্ভব নয়। অথচ এই পীর মুরিদী ব্যবস্থাই ইসলামের প্রাথমিক যুগের পরে আবির্ভুত হয়েছে। অতএব তাযকিয়ায়ে নফসের কাজ পীর মুরিদী ছাড়া অবশ্যই সম্ভব। আর এটা কোরআন ও হাদীসে নির্দেশিত পদ্ধতি মোতাবেক হওয়া উচিত। তাযকিয়ায়ে নফসের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এর যথাযথ বাস্তবায়নও জরুরী। এসম্পর্কে জানার নীচের ই-বুকটি ডাউনলোড করে পড়ুন: 

তাযকিয়ায়ে নফস - অধ্যাপক গোলাম আজম

এছাড়া এই লিংকটি ব্রাউজ করুন: তাযকিয়ায়ে নফস (আত্নগঠন ও মান উন্নয়ন) - শিবির স্টাডী 

এ সম্পর্কে আরো জানার জন্য নীচের বইসমূহ পাঠ করুন: 

বইটির অডিও: Audio- CGMU

বইটির অডিও: Audio- hedayat

বইটির অডিও: Audio - islami_andoloner_noitik_vitti


বইটির অডিও: Audio - montake_kaj_din







বইটির অডিও: Audio - islami_andolon_safoller_shortaboli

বইটির অডিও: Audio - kormider_parosparik_somporko