সাক্ষাৎকার: মোরাকাবা হলো কলুষিত আত্মার সার্ভিসিং

- মুফতি মুঈনুল ইসলাম সাইয়েদপুরী,  প্রধান মুফতি,  আল মারকাজুল ইসলামী বাংলাদেশ

প্রশ্ন : মোরাকাবা কী এবং এর প্রয়োজন কী?

উত্তর : আমাদের জীবনে যন্ত্র ও মেশিনের সম্পৃক্ততা বর্তমানকালে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। আমরা জানি, যে কোনো মেশিন ও যন্ত্রের কার্যক্ষমতা সচল এবং নির্বিঘ্ন রাখতে সার্ভিসিং করতে হয়। মোরাকাবা হলো কলুষিত আত্মার 'সার্ভিসিং'। আমাদের আত্মা নানা পাপ ও অপরাধে কলুষিত হয়ে যায় এর সুস্থতা রক্ষায় মোরাকাবার মতো সার্ভিসিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে।

প্রশ্ন : কীভাবে মোরাকাবা করা উচিত?

উত্তর : মোরাকাবা দুই স্তরে করা উচিত। এক. জন্ম থেকে মৃত্যু। দুই. মৃত্যু থেকে জান্নাত-জাহান্নাম। নির্জন স্থানে নীরবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন পুরো সময় এবং এ সময়ে করা কাজকর্ম বিশেষত অন্যায়গুলো স্মরণ করবে। তারপর মৃত্যু থেকে নিয়ে জাহান্নামে এবং জান্নাতে যাওয়ার বিস্তারিত অবস্থা কল্পনা করবে।

প্রশ্ন : মোরাকাবা সম্পর্কে ইসলাম কী বলে?

উত্তর : মোরাকাবার উদ্দেশ্যই হলো আল্লাহ সামনে জবাবদিহিতার কথা স্মরণ করা। আর আল্লাহর সামনে জবাবদিহিতার কথা স্মরণে মৃত্যুর কথা স্মরণের কার্যকারিতা প্রশ্নাতীত। কোরআন ও হাদিসে বিভিন্নভাবে মৃত্যুর কথা স্মরণে উদ্বুদ্ধ করেছে। আল্লাহ বলেন, 'প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।' হাদিসে বলা হয়েছে, 'উপদেশদাতা হিসেবে মৃত্যুই যথেষ্ট।' আরেক হাদিসে বলা হয়েছে, তোমরা সব স্বাদের পরিসমাপ্তকারী মৃত্যুকে স্মরণ করো। ওমর (রা.) বলেছেন, তোমরা আল্লাহর হিসাব নেয়ার আগেই নিজেই নিজের হিসাব নাও এবং আল্লাহ তোমার আমল ওজন করার আগে নিজেই নিজের আমল ওজন করে দেখ। এসব উদ্ধৃতি থেকে মোরাকাবার পক্ষে জোরালো সমর্থন পাওয়া যায়।

প্রশ্ন : মোরাকাবা, ধ্যান ও যোগসাধনার মধ্যে কোনো পার্থক্য আছে?

উত্তর : মোরাকাবার জন্য একজন গ্রহণযোগ্য ও বিশ্বস্ত মুরবিক্ষ জরুরি। অন্যথায় লাগামহীন ঘুড়ির মতো যেখানে-সেখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর মোরাকাবা ছাড়া মেডিটেশন বা ধ্যানের যত কথা আছে সেগুলো মোরাবাকার সমার্থক নয়। এসবের পার্থক্য পানি আর জলের মতো নয়, জবাইকৃত পশু আর বলির পশুর মতোই। গোশত সবই খাওয়া হয়, কিন্তু আল্লাহর নাম নিয়ে যা জবাই করা হয় তাই কেবল হালাল এবং আল্লাহর প্রতি বিশ্বাসীর জন্য আহার্য। মোরাকাবার বাইরে যত কিছু প্রচলিত আছে, সেটার পুরো প্রক্রিয়া বিজ্ঞ আলেম ও আধ্যাত্মিক বুজুর্গের কাছে তুলে ধরে তার পরামর্শ অনুযায়ী কাজ করা উচিত।

সাক্ষাৎকার : আলী হাসান তৈয়ব

Source: www.alokitobangladesh.com


আন্তর্জাতিক বরেণ্য ইসলামি চিন্তাবিদ ড. ইউসুফ আল-কারযাভী যিনি আল-জাযিরা টেলিভিশনের ‘শরীয়া এন্ড লাইফ’ অনুষ্ঠানের সরাসরি কুরআন ও জীবন সম্পর্কিত প্রশ্নোত্তর ও ফতোয়া প্রদান করেন, তিনি ধ্যানের নানামুখী উপকারিতা বর্ণনা করে বলেন, ধ্যান উচ্চস্থরের ইবাদত। বর্তমানে ধ্যান-মেডিটেশনের বহুমাত্রিক কার্যকারী উপকারিতা রয়েছে, যেমন: শারীরিক, মানসিক, ধর্মীয়, আত্মিক দিক চিন্তা করে প্রাচ্য ও পাশ্চাত্যে মেডিটেশনের ব্যাপক চর্চা ও গবেষণা চলছে। টাইমস পত্রিকা ধ্যানকে সায়েন্স বা বিজ্ঞান বলেও আখ্যায়িত করেছেন।

বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলনের নেতা, আলেমে দ্বীন ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা মতিউর রহমান নিজামীর এই বইটির শেষ অধ্যায়ে মোবাকাবা সম্পর্কে বিশেষ আলোচনা করা হয়েছে: আল্লাহর নৈকট্য লাভের উপায় লেখক: মাওলানা মতিউর রহমান নিজামী (এই লিংকে ক্লিক করে ডাউনলোড করুন)

Please see these links: 

মুরাকাবায় বসে সাত আসমান মক্কা মদিনায় ঘুরে আসে এটা কি ঠিক?


No comments:

Post a Comment